অনেক অভাবী মানুষ বছরে কেবল কুরবানীর ঈদেই গরু বা ছাগলের গোশতের স্বাদ গ্রহণের সুযোগ পান। সে কারণে প্রতি বছর ‘সবার জন্য কুরবানী’ শিরোনামে আরকোয়াম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন কুরবানীর গোশত বিতরণের আয়োজন করে। কুরবানী এমন একটি ইবাদত, যা প্রতিনিধির মাধ্যমে সম্পাদন করা যায়। আরকোয়াম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতিনিধি হিসেবে সচ্ছলদের পক্ষ হতে কুরবানীর দায়িত্ব গ্রহণ করে। বিভিন্ন দরিদ্র অঞ্চলে কুরবানী করে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে গোশত বিতরণ করা হয়। যারা কোনো কারণে নিজের কুরবানী নিজে করতে পারছেন না, কিংবা নিজ এলাকায় কুরবানীর পাশাপাশি দরিদ্র অঞ্চলে আরেকটি কুরবানী করতে ইচ্ছুক, তাঁরা আরকোয়াম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন কুরবানীর দায়িত্ব দিতে পারেন। আপনার একটি কুরবানী অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আপনার পশুটি কোথায় এবং কখন কুরবানী হবে, তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে ইন-শা-আল্লাহ।