ইসলামের অন্যতম শিক্ষা মানবসেবা। কনকনে শীতে প্রত্যন্ত অঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের একটুখানি উষ্ণতা এনে দিতে আরকোয়াম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতি বছর আয়োজন করে ‘শীতবস্ত্র বিতরণ ও দা’ওয়াহ কর্মসূচি’।
দেশব্যাপী এ যাবৎ ২ হাজার ৫০০ জন শীতার্তের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।