যাকাত একদিকে যেমন ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ, তেমনই এটি একটি মানবিক ইবাদত। যাকাত অর্থনৈতিক বৈষম্য দূর করতে সব থেকে বড় ভূমিকা পালন করে। আপনার প্রদানকৃত যাকাতের মাধ্যমে সচল হতে পারে একটি অচল সংসারের চাকা।
আসুন একসাথে হাসি ফোটাই:
যাকাত ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের একটি। যাকাত দরিদ্রদের হক। যাকাত অনাদায়ে কুরআন কঠিন শাস্তির কথা ঘোষণা করেছে। স্থায়ীভাবে দারিদ্র্য দূরীকরণ যাকাতের মূল লক্ষ্য। সমাজ থেকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে বড় ভূমিকা রাখে যাকাত। প্রতিষ্ঠাকাল থেকেই আরকোয়াম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন যাকাতের মাধ্যমে দেশের দারিদ্র্য দূরীকরণে অবদান রেখে চলেছে। সমাজ পরিবর্তনে শরিক হতে আপনার যাকাতের একটি অংশ আরকোয়াম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর যাকাত তহবিলে প্রদান করতে পারেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা সারা দেশে মানবিক ও টেকসই সহায়তা সরবরাহ করে আসছি।
যাকাত প্রদানে যে খাতগুলোকে আমরা গুরুত্ব দিই:
যাকাত একদিকে যেমন ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ, তেমনই এটি একটি মানবিক ইবাদত। যাকাত অর্থনৈতিক বৈষম্য দূর করতে সব থেকে বড় ভূমিকা পালন করে। আপনার প্রদানকৃত যাকাতের মাধ্যমে সচল হতে পারে একটি অচল সংসারের চাকা।
Account name : ARKOAM FOUNDATION
Account no: 1011030147668
NRB Bank Limited
Principal branch
Routing No: 290260218